পটুয়াখালীর কোচিং সেন্টারে ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম পটুয়াখালী | 2024-11-28 00:58:27

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে একসঙ্গে ৯ শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়েছিল। তাদের মধ্যে ফাতেমা (১৩), হুমায়রা মিম (১৫), মমতাজ (১৪), শারমিন (১৪), সমৃদ্ধি (১৩), ফারজানা (১৪), রুবা (১৪), ও জেরিন (১৪) উল্লেখযোগ্য। তাদের চিকিৎসা চলছে এবং নেবুলাইজার দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, তিন-চার জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সময় কোচিং সেন্টারের কোনো শিক্ষককে পাওয়া যায়নি, ফলে কী কারণে এমনটি ঘটেছে তা জানা সম্ভব হয়নি। অভিভাবকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন।

অভিভাবক শফিকুল আলম বাবুল জানান, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসার পর বর্তমানে সে কিছুটা সুস্থ।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক বিকাশ রায় জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ফাংশনাল ডিজঅর্ডারের কারণে হতে পারে। তবে বিস্তারিত পরীক্ষার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।

এ সম্পর্কিত আরও খবর