রোহিঙ্গা ভোটার ঠেকাতে ইসির সতর্কতা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-28 16:33:57

দেশে ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গাদের নিবন্ধন ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য হটলাইন সেবাও চালু করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সংস্থাটির জনসংযোগ শাখার উপ-পরিচালক মো. আসাদুল হক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭ (১) (ক) অনুযায়ী কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোন সুযোগ নেই।

আশাদুল হক জানান, দেশে কিছু অসাধু ব্যক্তি/দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন। যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও জানান, বাংলাদেশের যেকোন স্থানে কোন রোহিঙ্গা বা অন্য কোন বিদেশি নাগরিক কর্তৃক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: secretary@ecs.gov.bd অথবা কল সেন্টার ১০৫ এ (টোল ফ্রি) অথবা ডাকযোগে- বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ জানানো/ পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর