নীলফামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অভিযোগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী | 2024-11-28 21:33:20

নীলফামারীর কিশোরগঞ্জে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জোনাব আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউপি সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নীলফামারী জেলা প্রশাসক বরাবর সকল ইউপি সদস্য স্বাক্ষরিত এ লিখিত অভিযোগ দায়ের করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সমর্থিত গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত আছেন। তিনি নিজের ইচ্ছে মতো সামাজিক উন্নয়ন প্রকল্পের টি- আর, কাবিখা, শীতবস্ত্র, ভিজিএফ, জনগণের মাঝে বিতরণ না করে নিজের আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করেন। তিনি নিজের খেয়াল খুশি মত ইউপি সদস্যের মতামত না নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

আরও বলা হয়, পরিষদের গ্রামীণ জনপদের বিচার ব্যবস্থা গ্রাম আদালতে পরিচালনা করতে মোটা অংকের ঘুষ গ্রহণ করেন। তিনি বিভিন্ন প্রকল্পের টাকা কাজ না করে আত্মসাৎ করেছেন।

ইউপি সদস্য পরশ চন্দ্র বলেন, আমাদের চেয়ারম্যান নিজের খেয়াল খুশিমত সব কিছু করেন। তিনি কখনোই আমাদের পরামর্শ নেয় না বিভিন্ন কাজের অনিয়ম হলে আমরা জানতে চাইলে তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেন। তিনি আওয়ামী লীগের সমর্থিত হওয়ায় সেই দাপটে পরিষদের বিভিন্ন বরাদ্দের কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন৷ তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, আমার বিরুদ্ধে এসব কেন করছে সেটা আমি বলতে পারছি না ।তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মৌসুমি হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর