রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। গত ৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছিল।
রোববার (১ ডিসেম্বর) রমেকে যোগদান করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন রমেক কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ নিরসনের মধ্য দিয়ে সঠিক চিকিৎসা, ঔষধ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও সিন্ডিকেট ভেঙে হাসপাতালটি প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন রংপুরের নাগরিক সমাজ। তারা সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।
এছাড়াও হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের জিম্মি করে অর্থ হাতিয়ে য়ে নেওয়ার অভিযোগও রয়েছে তা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন তারা।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট সরকারের পতনের পর ১০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসলে বিভিন্ন অভিযোগ পাওয়ায় গুরুত্বসহকারে রংপুরবাসীর দাবি পূরণে পরিচালক হিসেবে নিয়োগ দেন ব্রি.জে. আশিকুর রহমানকে।