কুষ্টিয়ায় সেনাবাহিনীর পোশাক, ব্যাচ ও ওয়াকিটকি এবং খেলনা পিস্তলসহ আমানুর আমান নামে এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ। আটককৃত আমানুর আমান ঠাকুরগাঁও জেলার রাণীনগরের বাসিন্দা।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাচ ও ওয়াকিটকি এবং খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি ফরিদ।