জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক বিকেলে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-02 14:47:46

জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক বিকেলে।

সোমবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরীফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, আজ বিকেল সাড়ে ৪টায় আগারগাঁও নির্বাচন ভবনে জাতিসংঘের প্রতিনিধি দল আসার কথা রয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্রে জানা যায়, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে এটি তাদের প্রথম বৈঠক হবে। তারা মূলত নতুন যারা দায়িত্ব নিয়েছে তাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার কথা।

এর আগে, এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশন ২১ নভেম্বর নিয়োগ পায়। পরবর্তীতে ২৪ নভেম্বর শপথ নিয়ে নতুন কমিশন দায়িত্ব শুরু করে।

এ সম্পর্কিত আরও খবর