টেকনাফ থেকে পায়ে হেঁটে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যুবতী রেখা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-12-02 14:54:24

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২৫ বছর বয়সী যুবতী তাহুরা সুলতানা রেখা। রেখা তার নিজের ফেসবুক পেইজ এবং আইডিতে যাত্রাপথের গল্প শেয়ার করছেন। যা ছড়িয়ে পড়ছে সবখানে। ইতিমধ্যে দেশের অনেক গণমাধ্যমে খবরের শিরোনামও হয়েছেন তিনি।

গত শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করেন তিনি। এখন পর্যন্ত তিনি কক্সবাজার হাঁটা শেষ করেছেন বলে জানা গেছে। 

তিনি বলেন, নিজেকে সুস্থ রাখতে, দেশকে উপভোগ করতে এই যাত্রা শুরু করেছি। আমি পরিবারের সবার ছোট মেয়ে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পদযাত্রা শুরু করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত। 

টেকনাফ থেকে পায়ে হেঁটে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যুবতী রেখা

তাহুরা সুলতানা রেখা আরও বলেন, পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন চলার পথে যেখানে বিরতি নিয়েছি, সেখানে স্থানীয়দের জড়ো হয়ে হাতছানি দিয়েছেন। এই দীর্ঘ পদযাত্রায় ২০/২৫ দিনে পৌঁছতে পারব বলে আশা রাখি। 

রেখা আরও বলেন, ছোট থেকেই ঘুরাঘুরি পছন্দ করি। সময়ের সাথে স্ট্রিম স্পোর্টস এর যুক্ত হয়ে যাই। চ্যালেঞ্জিং বিষয়গুলো ভালো লাগে দেখেই হয়ত এইসবের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সব সময় এইসব নিয়েই থাকতে চাই। 

হাঁটার অন্যতম কারণ একজন মানুষ নিজেকে সুস্থ রাখতে এবং আশেপাশের সবকিছু কে সুন্দরভাবে উপভোগ করতে এই দুইটা জিনিস এর প্রয়োজনীয়তা সব চাইতে বেশি। হাঁটবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। আপনার সুস্থ চিন্তাভাবনা আপনাকে মানসিক প্রশান্তি দিবে। সেই সঙ্গে আপনি যখন পজিটিভলি যেকোনো কিছু নিতে পারবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনার কাছে নিরাপদ অনুভব করবে। এভাবেই আমাদের সমাজকে আমরা নিরাপদ ও সুস্থ রাখতে পারবে বলে আশাবাদী রেখা। 

এ সম্পর্কিত আরও খবর