মাদক কারবারে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2024-12-04 07:01:31

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে মাদক কারবারে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শিমুলকে (৩২) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান ওরপে পিচ্চি শাহজাহানের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে ইউনিয়নের মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিমুল ফাজিলপুর বরইতলা গ্রামের হাজী মো. আবুল কাশেমের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

ভুক্তভোগী ও তার স্বজনদের সূত্রে জানা যায়, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পিচ্চি শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে মাদক কারবারে বাধা দিতে যান ছাত্রদল নেতা শিমুল। সেসময় তার ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলা করেন শাহজাহান। পরে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

আহতের ভাই সিরাজুল ইসলাম বলেন, আমার ভাই একসময় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিল। এলাকায় মাদক কারবারে বাঁধা দিতে গিয়ে তাকে ইউনিয়ন বিএনপির সভাপতি পিচ্চি শাহজাহানের নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল নেতা মুরাদ, যুবদল নেতা মীর সবুজ, ইমাম, ইরফান, রানাসহ বেশ কয়েকজন রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেছে। তারা ছুরিকাঘাত করতে চাইলে আমার ভাইয়ের হাতে আঘাত লাগে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. কবির বলেন, তার শরীরের বিভিন্ন অংশে ও হাতে ধারালো ছুরির আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনার পর তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, হামলার ঘটনা অবগত হয়েছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর