'স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে'

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-06 22:45:20

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে। গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা বিদেশে বসে যে ষড়যন্ত্র করছে তা এদেশের সাধারণ জনগন ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘স্বৈরাচার পতন ও গনতন্ত্র মুক্তি দিবস' উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তরা এমন মন্তব্য করেন।

সমাবেশে বক্তরা বলেন, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান জাতীয় ঐক্যের কথা বলেছেন। সেই আলোকে অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করেছেন। এটি তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাকের প্রতিফলন।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আমিন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) থেকে মনোনয়ন প্রত্যাশী মো. সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীন।

ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন ও মনচুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সোলাইমান মঞ্জু, আরশাদ হোসেন সেলিম, বদিউল আলম তালুকদার, মহিউদ্দীন আজম তালুকদার, ফরিদুল আলম বিএ, এস এম শফিউল আলম, মোহাম্মদ এমরান, রফিকুল আলম, নাজিম উদ্দীন, আবুল কালাম, তাহের সিদ্দিকী, জয়নাল আবেদীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিকেল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। কেউ ব্যানার আর ফেস্টুন আবার কেউ প্লেকার্ড নিয়ে সমাবেশে যোগদেন। মঞ্চের কাছে এলে অতিথিবর্গ তাদের মুহুমহু করতালির মাধ্যমে সমাবেশস্থলে স্বাগত জানান। সভায় দলের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে উপস্থিত হন।

সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা-চট্টগ্রাম থেকে আসা সাড়া জাগানো সংগীত শিল্পী মৌসুমীসহ একাধিক কন্ঠশিল্পী।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দু:শাসনের জবাব হিসেবে এই সমাবেশে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। হাজার হাজার মানুষের ঢল নেমেছে। এখন মানুষ স্বৈরাচারমুক্ত হয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর