বিএডিসির পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্থ কৃষক পাচ্ছেন ভর্তুকি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-12-07 22:33:37

সরকারের বিতরণকৃত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরশনের (বিএডিসি) পেঁয়াজ বীজ বপন করে রাজবাড়ীর ৫টি উপজেলা বালিয়াকান্দি, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও সদরের ৪ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকেরা পাচ্ছেন ভূর্তুকি।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে ভূর্তুকি দেওয়ার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলাতে রবি মৌসুমে প্রণোদনা হিসেবে ৪ হাজার কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ বিতরণ করে কৃষি বিভাগ। বালিয়াকান্দি উপজলায় ১ হাজার, সদরে ৮০০, পাংশায় ১ হাজার, কালুখালীতে ৮০০ ও গোয়ালন্দ উপজেলায় ৪০০ কৃষকের মধ্যে এ সব বীজ বিতরণ করা হয়।

নভেম্বরের প্রথম সপ্তাহে বিএডিসি বালিয়াকান্দি উপজেলায় সাতটি ইউনিয়নে ১ হাজার কৃষক এক বিঘা জমিতে বপন উপযোগী এক প্যাকেট করে পেঁয়াজের বীজ প্রণোদনা দেয়। বীজ বপনের সপ্তাহখানেক পর থেকেই চারা অঙ্কুরোদগম হওয়ার কথা। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও বীজ থেকে অঙ্কুরোদগম হয়নি। এতে করে চরম ক্ষতির সম্মুখিন হন কৃষকেরা।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা। কৃষকের ক্ষতিপূরণ দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে জেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের ভূর্তুকি দেয়া শুরু হয়েছে। তার উপজেলাতেও দুয়েক দিনের মধ্যে দেয়া শুরু হবে। আগে যারা পেয়েছেন শুধু তারাই এই ভূর্তুকির আওতায় আসবেন।

এ সম্পর্কিত আরও খবর