‘পরিবেশসম্মত আবাসন স্বাস্থ্যকর শারিরিক ও মানসিক বিকাশে সহায়ক’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪,বার্তা২৪.কম | 2024-12-09 14:26:07

পরিবেশসম্মত আবাসন স্বাস্থ্যকর শারিরিক ও মানসিক বিকাশে সহায়ক বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ।

রোববার (০৮ডিসেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে 'দেশের প্রথম টেকসই জীবনযাপনের সুবিধা নিয়ে আধুনিক টাউনশিপ ‘বাংলা বসতি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বলেন তিনি।

শারমিন মুর্শিদ বলেন, 'পরিবেশসম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনেই নয়, আমাদের স্বাস্থ্যকর শারিরিক ও মানসিক বিকাশেও সহায়ক। একটি মাস্টাপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এই প্রকল্পে যা আমাদের আগামী প্রজন্মের বেড়ে উঠায় দারুণ ভূমিকা পালন করবে।'

বাংলা বসতির চেয়ারম্যান ও সিইও মো. সালাহ উদ্দিন বলেন, 'ঢাকায় একটি স্থায়ী ঠিকানা গড়ে নেবার স্বপ্ন প্রায় সবারই থাকে, সেই স্বপ্নের সাথে পরিবেশ সচেতনতা ও একটি উপযুক্ত কমিউনিটির চাহিদাটিও বিদ্যমান বর্তমান গ্রাহকদের কাছে। বিশেষ করে প্রবাসীদের জন্যে নিষ্কণ্টক জমিতে বিনিয়োগ করার সুযোগ ও নিজেরাই উদ্যোগী হয়ে বাড়ি নির্মাণের কাজটি বেশ চ্যালেঞ্জিং। গ্রাহকের এই দিকগুলো বিবেচনায় নিয়েই যাত্রা শুরু করে বাংলা বসতি। বিশেষ করে বায়নার অর্থ পরিশোধ করেই জমির মালিকানা দলিল বুঝে পাওয়া এবং পরবর্তী ৫ বছরে এমন একটি কিস্তিমূল্য আমরা নির্ধারণ করি, যা গড়পড়তা বাড়িভাড়ার সমান। ফলে খুব বেশি আর্থিক চাপ গ্রহণ না করেই নির্দিষ্ট সময়ের মাধ্যমে বাড়ি নির্মাণের সুযোগ করে দিতে কাজ করবে বাংলা বসতি।'

জানা গেছে, আমিনবাজারে ও প্রস্তাবিত ঢাকা-হেমায়েতপুর মেট্রোরেল লাইনের পাশেই গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম টেকসই জীবনযাপনের সুবিধা নিয়ে আধুনিক টাউনশিপ ‘বাংলা বসতি’। ৩০ শতাংশ ডাউন-পেমেন্টের টাকা পরিশোধের মাধ্যমেই গ্রাহকদের সাফ-কবলা দলিলের মাধ্যমে জমির মালিকানা বুঝিয়ে দেয়া ও পরবর্তী ৫ বছরে গড়পড়তা বাড়িভাড়ার সমমানের কিস্তি পরিশোধের মাধ্যমেই নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স/ট্রিপ্লেক্স বাড়ি নির্মাণের সুযোগ নিয়ে যাত্রা শুরু করে বাংলা বসতি।

এ সম্পর্কিত আরও খবর