দেশীয় সংস্কৃতি বিকাশে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সর্বজনীনভাবে উদযাপন করবে ‘সবার আগে বাংলাদেশ’। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ১৬ ডিসেম্বর কনসার্ট হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।