জিরাবো, বিশমাইল ও ভাদাইল এলাকায় বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-10 16:39:48

বুধবার সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা জিরাবো ডিআরএস এর (১০" × ৫০ পিএসআইজি লাইন) আওতাধীন জিরাবো হতে বিশমাইল রোড এবং ৪"× ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সাথে সংযুক্ত ভাদাইল ও এর আশেপাশের সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এইথ জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরী পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ওই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এছাড়া, জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

এ সম্পর্কিত আরও খবর