আলিফ হত্যা মামলা: এক আসামির ৫ দিন, তিনজনের ৪ দিন রিমান্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-10 17:41:10

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামির একজনকে ৫ দিন ও বাকিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিদেরকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন রিপন দাস, বিশাল দাস, আমান দাস ও রাজীব ভট্টাচার্য্য।

এবিষয় বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা চার আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত মামলার তদন্তে প্রাপ্ত আসামি রিপন দাশকে ৫ ও বাকি তিনজকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের অদূরে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি ঘিরে তার অনুসারিরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এরপর ২৯ নভেম্বর রাতে আলিফের বাবা বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় চন্দন দাসকে প্রধান আসামি ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যামামলা দায়ের করেন। মামলায় আরও ১০-১৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য্য।

এ সম্পর্কিত আরও খবর