কুড়িগ্রাম সদরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার ইটভাটা মালিককে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদরের বেলগাছা ও মোগলবাসা ইউনিয়নভুক্ত নালিয়ার দোলা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদফতর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের নেতৃত্বে নালিয়ার দোলায় অবস্থিত চারটি ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদফতর, সেনাবাহিনী ও পুলিশ অংশ নেয়। এসময় মো. সাইদুর রহমানের মালিকানাধীন ইটভাটায় (এসএসবি) ৫ লাখ টাকা, জাহেদুল হাসানের ইটভাটায় (এমজেএইচ) ৩ লাখ টাকা এবং গোলাম মোস্তফার মালিকানাধীন দুটি ইটভাটায় (জিএমবি) দুই লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে থাকা পরিবেশ অধিদফতরের সহাকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, জেলা প্রশাসনের লাইসেন্স না থাকা এবং কৃষি জমির মাটি ব্যবহারের অপরাধে চার ইটভাটা মালিককে মোট ১২ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ এর ৫(২) ধারা ভঙ্গের অপরাধে এই জরিমানা করা হয়েছে। প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে অভিযান চলমান থাকবে।