সাভারে কুকুরের আক্রমণে আহত অর্ধশতাধিক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা) | 2024-12-10 22:24:59

ঢাকার অদূরে সাভারে কুকুরের আক্রমণে অন্তত ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে কামড়ে গুরুতর আহত হওয়া ১৫-২০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেশিরভাগই পথচারী বলে জানা গেছে। এ ঘটনায় আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় এনাম মেডিকেল কলেজ ও সুপার হসপিটালে চিকিৎসা নিচ্ছে।

আহতরা জানায়, সন্ধ্যায় রেডিও কলোনি এলাকায় পথচারীদের আক্রমণ করে কালো রং এর একটি কুকুর। এসময় বেশ কয়েকজনকে কামড়ে ও আঁচড়ে আহত করে কুকুরটি। পথচারীদের দেখলেই ঝাঁপিয়ে পড়তে থাকে। এভাবে রেডিও কলোনি থেকে গেন্ডা বাসস্ট্যান্ড এর দিকে চলে যায় কুকুরটি। পথে যাকেই পেয়েছে তাকেই আক্রমণ করেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে আহত হয়ে চিকিৎসা নিতে আশা এক ব্যক্তি বলেন, সাভার সিআরপি গেটের সামনে মোটরসাইকেল রেখে দাঁড়ানোর সাথে সাথে কালো একটি কুকুর লাফ দিয়ে হাতে কামড় দেওয়ার চেষ্টা করেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, সন্ধ্যার পর থেকে তারা কুকুরের আক্রমণে ৫৪ জন আহত রোগী পেয়েছেন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর