পটুয়াখালী মাদকের গডফাদার আল-আমিন গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম পটুয়াখালী | 2024-12-11 15:55:42

পটুয়াখালীর মহিপুরে ৯০০ পিস ইয়াবাসহ আল-আমিন খলিফা (৪১) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

আল-আমিন খলিফা স্থানীয়ভাবে মাদকের গডফাদার নামে পরিচিত। তিনি একই এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে এর আগে ৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়ায় অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "গ্রেফতারকৃত আল-আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশি অভিযানের প্রশংসা করেছেন। তবে তারা মাদক ব্যবসা নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর