ফরিদপুরে নিখোঁজের একদিনপুর তাহিয়া ইসলাম (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এই হত্যার ঘটনায় সন্দেহ ভাজন প্রতিবেশী হায়দার মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চরনসিপুর নবুমল্লিকের খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের জিয়া মোল্লার মেয়ে তাহিয়া ইসলাম (১০ ডিসেম্বর) বিকেলে তার এলাকা ইউনুছ মেম্বারের বাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়। পরে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও এলাকায় মাইকিং করা হয়।
বুধবার বিকেলে শিশুর প্রতিবেশী সন্দেহভাজন আসামি ওই এলাকায় হায়দার মোল্লার বাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এসময় পুলিশ হেফাজতে ছিলেন হায়দার। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ভিড় করে। একপযায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে হায়দারকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় এই রিপোট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। বিষয়টি ফরিদপুর কোতয়ালী থানার এসআই ফাহিম ফয়সাল নিশ্চিত করেছেন।