মহান বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার জানান, মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়।
এসময় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন দলটির'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি আরও জানান, রাষ্ট্রপতির পক্ষে দাওয়াতপত্র প্রদান করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দাওয়াতপত্রটি হস্তান্তর করেন তিনি।