গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-12-11 21:06:43

গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর থানাধীন মাওনা, সলিং মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গুদামে হঠাৎ কালো ধোঁয়া উড়তে দেখেন স্থানীয়রা। পরে মূহুর্তের মধ্যেই সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন দেখে স্থানীয়রা ছুটে আসেন নিয়ন্ত্রণ করতে। ততোক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তার ব্যবহৃত মুঠোফোনে কল করলে তাকে পাওয়া যায়নি। তবে শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করলে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর