চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর গুলি এবং হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেককে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর চকবাজার দিদার মার্কেট এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। কর্মসূচিতে অংশ নেওয়া ভিকটিম কাজী মো. সোহেল ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন। এ সময় সাবেক কাউন্সিলর বারেক ও তার সহযোগীরা বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালান।
এছাড়াও দুষ্কৃতিকারীরা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ভিকটিম কাজী মো. সোহেল আন্দোলন কর্মসূচির স্থান থেকে বাঁচতে নুপুর মার্কেট গলিতে পৌঁছালে আব্দুল বারেক এবং অন্যান্য দৃষ্কতিকারীরা গুলি চালালে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এ ঘটনায় ভিকটিম সোহেল বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮৪ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মো. আব্দুল বারেককে দিদার মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।