পুলিশের হাতে আটক যুবকের গানের ভিডিও ভাইরাল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2024-12-17 15:25:13

গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের হাতে আটক হওয়া এক যুবকের গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই যুবককে অটো চুরির অভিযোগে অসুস্থ অবস্থায় আটক করেছিলো পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভিডিওটি নজরে আসে এই প্রতিবেদকের। এরআগে, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া ওই যুবক স্বাস্থ্য কমপ্লেক্সেই গান গায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটো ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা আটক করে উত্তম মাধ্যম দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এসময় চিকিৎসা চলাকালীন জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন এবং দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় ওই যুবক আকস্মিকভাবে গান গাওয়া শুরু করেন। ১ মিনিট ৩১ সেকেন্ডের এই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এমন ব্যতিক্রমী ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। বেশ সুরেলা কন্ঠের গান শুনে কেউ আবার বিষয়টিকে মজার বলে উল্লেখ করছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ সম্পর্কিত আরও খবর