সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩২) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা জোংড়া কাফির বাজার গ্রামের শিক্ষক আব্দুস সাত্তারের পুত্র ও তিনি বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানায়, পাটগ্রাম বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন শিক্ষক সোহেল রানা। এ সময় উপজেলা মডেল মসজিদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ও আহতের স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনার একজন মৃত্যুর কথা শুনেছি। এটি হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় খোঁজ-খবর রাখছেন।

বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।