‘আ.লীগ ও শেখ হাসিনার বিচার ব্যতিত কোনো ইলেকশনে যাবো না’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা | 2024-12-18 16:41:06

শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার এবং যারা আামাদের ওপর যারা ডিরেক্টলি গুলি চালিয়েছিলো তাদের বিচার ব্যতিত আমরা আর কোনো ইলেকশনে যাবো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর কর্তৃক 'ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে' আয়োজিত কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, গত পনের বছরে আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। যারা আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো, আপনাদের (কাউন্সিলর) এই সমাবেশে আসতে বাধ্য করেছে সেই শেখ হাসিনার বিচার ব্যতিত, আওয়ামী লীগের বিচার ব্যতিত এবং যারা আামাদের ওপর ডিরেক্টলি গুলি চালিয়েছিলো তাদের বিচার ব্যতিত আমরা আর কোনো ইলেকশনে যাবো না। আপনাদেরকে কমিটমেন্টে আসতে হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ যে নষ্ট করেছে, আপনার সন্তানের স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থা যে নষ্ট করেছে তাদেরকে যদি শাস্তির আওতায় না এনে আমরা আবার একটি ইলেকশনে যাই তাহলে গত ১৫ বছরে যে মানুষগুলো জেলে অকাতরে জীবন দিয়েছিলো, গুম হয়েছিলো, খুন হয়েছিলো, নিজের পঙ্গুত্ববরণ করেছিলো তাদের ন্যায্য হিস্যা ব্যতিত আগামীতে কোনো দল বা পক্ষ নির্বাচনে যায় তাহলে আমরা মনে করবো তারা জাতীয় শত্রু। তারা জনগণের কাছে বেইমান হিসেবে হিসেবে পরিচিত হবে।

তিনি বলেন, আমরা একাত্তরের বিচার এখনো বুঝে পাইনি। আমরা এখনো জামায়াতের ভূমিকার স্পষ্টতা জাতির সামনে বুঝে পাইনি। আমরা নব্বইয়ের স্বৈরাচারের আন্দোলনের পরে যে দুইটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন একটা ব্যবস্থা দেয়ার চেষ্টা করেছিলো সেখানেও আমরা তাদের নতুন একটি কমিটমেন্টের জায়গা থেকে নতুন একটা ব্যবস্থা পাইনি। যার ফলে ১৫ বছর আমরা ফ্যাসিস্টদের পদানত হয়েছিলাম। তাই আমরা স্পষ্ট বলতে চাই আগামীতে আপনারা আপনাদের প্রশাসকের চেয়ারে থাকবেন। বাংলাদেশে আমরা বিচারবিহীন কোন নির্বাচনে যাবো না। গত ১৫ বছর যারা গুম ও খুন হয়েছিলো তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা ইলেকশনে যাবো।

বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জুলাই শহীদ স্মৃতী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়াসহ সারা দেশ থেকে আসা বিভিন্ন এলাকার কাউন্সিলরগন।

এ সম্পর্কিত আরও খবর