রাজবাড়ীতে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকরের জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-12-19 09:45:43

রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও বসন্তপুর বাজারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স দলের সদস্যরা। এসময় দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা গেছে, ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে বুধবার (১৮ ডিসেম্বর) অভিযান চালিয়ে গোয়ালন্দ মোড়ের হেলথ ফার্মাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা ও বসন্তপুর বাজারের বাবু মিষ্টান্ন ভান্ডারকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক এবং এএসআই মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর