সাতক্ষীরায় দ্রুতগামী প‌রিবহ‌নের ধাক্কায় আলমসাধু চালক নিহত

, জাতীয়

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-12-19 21:42:57

সাতক্ষীরায় দ্রুতগামী যাত্রীবাহী প‌রিবহ‌নের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মাছ বাজার ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।

জানা গে‌ছে, য‌শো‌রের কেশবপুরের সাগরদাঁড়ি এলাকার সেনপুর হাটে গরু পৌঁছে দি‌য়ে নিজ আলমসাধু নিয়ে বাড়ি ফির‌ছি‌লেন র‌ফিকুল ইসলাম। প‌থিম‌ধ্যে বিনেরপোতা মাছ বাজার ব্রিজের কা‌ছে পৌঁছেছে বিপরীত দিক দি‌য়ে আসা প‌রিবহ‌নকে সাইড দি‌য়ে আলমসাধু নি‌য়ে দা‌ড়ি‌য়ে যান র‌ফিকুল ইসলাম। এসময় দ্রুতগামী এক‌টি প‌রিবহ‌নের পিছনের অং‌শের সা‌থে ধাক্কা খায় আলমসাধু‌টি। এতে ঘটনাস্থ‌লেই নিহত হন আলমসাধু চালক রফিকুল ইসলাম।

এ ব্যাপা‌রে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। যেহেতু এটি মহাসড়ক, হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসছে।

এ সম্পর্কিত আরও খবর