ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে বার্তা২৪.কম-কে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের এজিএম সালাম হোসেন।
সালাম হোসেন বলেন, পাটুরিয়া ঘাট পন্টুন এলাকায় অপেক্ষামাণ তেমন যানবাহন নেই। অপরদিকে ঘাট এলাকায় পর্যাপ্ত ফেরি রয়েছে। যানবাহনের চাপ অনুযায়ী এসব ফেরি চলাচল করবে।
যে কারণে ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনগুলোকে দীর্ঘ সময়ের ভোগান্তি পোহাতে হবে না বলে মন্তব্য করেন তিনি।