বান্দরবানে বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর উপহারসামগ্রী বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের দূর্গম এলাকার বিভিন্ন চার্চে আসন্ন বড়দিন উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

রবিবার (২২ ডিসেম্বর) রুমা সেনা জোন (৩৮ ই বেঙ্গল) এর রনিপাড়া, পাইক্ষ্যংপাড়া, ক্যাপলংপাড়া ও খামতাংপাড়ার বিভিন্ন চার্চ ও স্থানীয় মানুষদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা। তারা বলেন, বড়দিন শান্তি, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা বহন করে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা এই বার্তাকে আরও সুদৃঢ় করতে চাই। পাড়াবাসীদের সহায়তা, একতা, উন্নয়ন ও সম্প্রীতির পথকে আরও সহজ করবে।

উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালীন ক্যাম্প কমান্ডাররা পাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

স্থানীয় মানুষকে আসন্ন বড়দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তারা। পাড়াবাসী সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।