হাতীবান্ধা হিসাবরক্ষক অফিসারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-12-22 16:17:18

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

অভিযোগে ওই ছাত্রীর বাবা দাবী করেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন দীর্ঘ ৬/৭ মাস উত্যাক্ত করে আসছিল। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাবও দেয় যুবক রুহুল আমিন।

এতে রাজি না হওয়ায় হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষন অফিসার সিরাজুল ইসলামসহ অন্য আসামীরা কলেজ ছাত্রীকে গত ২৬ নভেম্বর রাতে অপহরণ করে মাইক্রোবাস যোগে গোপন স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ২৭ নভেম্বর উপজেলা হিসাবরক্ষক অফিসার সিরাজুল ইসলাম ও রুহুল আমিনসহ ৭ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও গত ২৬ দিনেও অপহরণের শিকার ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

তবে ছেলে-মেয়ে দুই জন পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলেও গুঞ্জন শোনা উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষক অফিসার সিরাজুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা অহেতু তাকে দোষারোপ করছেন। এ ঘটনার সাথে তিনি জড়িত নয়। তাকে হয়রানি করতে তাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী জানান, অপরহণের শিকার কলেজ ছাত্রীকে উদ্ধারে পুলিশী অভিযান চলছে। পাশাপাশি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর