ভোলায় ডাকাত দলের সরদার মো. ফজলু হককে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি টিম।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফজলু হক বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মো. হাফিজ মাঝির ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলাবাহিনীর হাত থেকে পলাতক থাকলেও ডাকাত ফজলু ভোলায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, ডাকাতি, মাদক, চুরি, হত্যার চেষ্টা ও চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে। এর মধ্যে বোরহানউদ্দিন থানায় ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।
এছাড়া সাধারণ জেলেদের ভয়ভীতি দেখিয়ে মৎস্যঘাট দখলসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি করতেন। তার অত্যাচারে সাধারণ মানুষ ভয়ে ছিল।