কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেছেন, মিয়ানমারের জান্তার সাথে সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির যুদ্ধ চলমান। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে, আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর পরাজয় হচ্ছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে। এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই।
বুধবার (২৫ ডিসেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপে দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিয়াউল হক আরও বলেন, টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। মিয়ানমারের ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেয়ার জন্য কোস্ট গার্ড সদস্যরা সীমান্তের বাসিন্দাদের পাশে রয়েছে।
এসময় তিনি কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি অভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর নেন।
মাদকদ্রব্য পাচারের ব্যাপারে কোস্টগার্ড প্রধান বলেন, মাদকের চাহিদা থাকায় স্মাগলিংও চলমান রয়েছে। মাদকদ্রব্য পাচারের সাথে সংশ্লিষ্ট এবং জড়িতদের নিরুৎসাহিত করার ব্যাপারে কোস্টগার্ড সক্রিয় রয়েছে। পাশাপাশি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ ও অভিযান চলমান রয়েছে। তবে মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে কোস্টগার্ড সর্বদা কাজ করে যাবে এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে।