চিংড়িতে ক্ষতিকর দ্রব্য পুশের দায়ে জরিমানা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা ২৪.কম | 2023-08-18 13:56:12

খুলনা নগরীর রূপসা এলাকায় ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান চালিয়ে অপদ্রব্য জেলি পুশ করা ১ হাজার ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। জেলি পুশ করার অভিযোগে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রূপসা এলাকায় খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বার্তা২৪. কম কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসার ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলি পুশ করা ১ হাজার ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে মোবাইল কোর্টের মাধ্যমে অপদ্রব্য মিশ্রিত/ভেজাল চিংড়ি রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা নগদ আদায় করা হয়। এ অভিযানে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পুলিশ বিভাগের সদস্যবৃন্দ সহযোগিতা করেন। চিংড়িতে পুশ এবং অপদ্রব্য মিশ্রণের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান জাকির হোসেন।

এ সম্পর্কিত আরও খবর