সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফায়ার সার্ভিসের ডিজি।
অপরদিকে, রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করা সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া সেই কাভার্ডভ্যান চালককে আটক করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ওই কাভার্ডভ্যান চালক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দিলে চালক কাভার্ডভ্যান থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত লোকজন চালককে মারতে উদ্যত হন, কিন্তু সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সেখানে আর কাউকে চাপা দিয়েছে কি না, জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, আর কাউকে চাপা দেয়নি, তবে তাদেরকে টাকা দিয়ে রফাদফার প্রস্তাব দিয়েছিল ড্রাইভার।