ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-10 15:25:21

বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা। ২১৯ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় একিউআই স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ঢাকা। 

বায়ুদূষণের তালিকায় স্কোর ৩৫২ নিয়ে প্রথম অবস্থানে রয়েছে মিশরের কায়রো। দিল্লি ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে, ২৪২ ও ২৩১ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

বায়ুর কণা যখন একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ’মাঝারি’বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে। এছাড়াও দূষিত বায়ুর ফলে বিভিন্ন বয়সী লোকজন বিশেষ করে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত একিউআই সূচকে ঢাকার স্কোর ছিল ১৮৮, যা জনস্বাস্থ্যের জন্য 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই ঢাকার বায়ুমান ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে শহরের বাসিন্দারা। সারা বছরের তুলনায় শীতকালে এখানে বায়ুর গুণমান বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে যা বর্ষাকালে কিছুটা ভালোর দিকে যায়।

এ সম্পর্কিত আরও খবর