মুক্তিযোদ্ধার জমি দখলের জেরে সংঘর্ষ, আটক ১২

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-13 10:08:43

রাজশাহীতে মোজাহারুল ইসলাম নামে একজন মুক্তিযোদ্ধার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর দুই পক্ষের ১২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে মুক্তিযোদ্ধার মোজাহারুল ইসলামের মেয়ে উরসী মাহফিলা ফাতেহাও রয়েছেন। তিনি জয়িতা পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর একজন নারী উদ্যোক্তা। তার বাড়ি নগরীর উপশহরে।

স্থানীয়রা জানান, মোল্লাপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামের ১৮ কাঠা জমি আছে। কিছু দিন ধরে মোজাহারুল অসুস্থ। আর নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত তার মেয়ে উরসী। এ সুযোগে ওই এলাকার মিলন হোসেন ও তার ভাই রুহুল আমিন জমিটি দখলে নেয়ার চেষ্টা করছেন। গত কয়েকদিন আগে তারা সেখানে ইট দিয়ে স্থাপনা নির্মাণও শুরু করেছেন।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে এতে বাধা দিতে যান মোজাহারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে পলি খাতুন এবং উরসীসহ আরও কয়েকজন ব্যক্তি। এ সময় দুই পক্ষের মধ্যে ইট, পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় উরসীসহ দুই পক্ষের অন্তত ১২ জনকে আটক করা হয়েছে।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থল থেকে ১২-১৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তারা সবাই একে-অপরের আত্মীয়। কিন্তু জমি নিয়ে বিরোধ। তাই তাদেরকেই থানায় রেখে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। না হলে যদি কেউ মামলা করতে চাই, তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।'

মুক্তিযোদ্ধার মেয়ে উরসী মাহফিলা ফাতেহা থানা অবস্থানকালে অভিযোগ করেন, জমিটি তাদের। কিন্তু মিলন ও রুহুল দখলের চেষ্টা চালাচ্ছেন। বাধা দিলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে পুলিশের কোনো সহযোগিতা পাননি বলেও জানান উরসী।

তিনি বলেন, 'দখল চেষ্টার প্রতিকার এবং মিলন ও রুহুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, বেশ কয়েকবার পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়। এছাড়া ১৫ সেপ্টেম্বর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এরই মধ্যে জমিটিতে অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো।'

অভিযুক্ত মিলন হোসেন জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, 'জমিটি বৈধভাবে এখন আমাদের। এ বিষয়ে সকল কাগজপত্র রয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর