আলিকদমে ৫ দালালসহ ৫৮ রোহিঙ্গা আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2025-01-11 22:40:07

বান্দরবানের আলিকদম উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দালাল চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় অনুপ্রবেশের সময় ১২ পুরুষ, ১০ নারী, ৩৭ শিশুসহ মিয়ানমারের ৫৮ রোহিঙ্গা নাগরিক ও অনুপ্রবেশে সহায়তাকারী পাঁচ বাংলাদেশিকে আটক করে বিজিবি।

আটক বাংলাদেশিরা হলেন, উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার মো. আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দীন (২৭), বাজারপাড়া এলাকার মো. নজুরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বারপাড়ার মো. আবু হুজাইফা (৩২) ও খুইল্যা চেয়ারম্যানপাড়া এলাকার মো. খোরশেদ আলম (৫৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা।

পরে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় পাঁচ দালালকেও আটক করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি ডাম্প ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুশবেক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর