ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি নামক স্থানে ফরিদপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাসের হেলপারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে দশজন আহতের খবর পাওয়া গেছে।
রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
নিহত হেলপার সাজ্জাদ খান (২২) ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের আলেপ খার ছেলে। তিনি শহরের বদরপুরে বসবাস করতেন।
নগরকান্দা থানার পুলিশ জানায়, ওই হাইওয়ে রোডের ভবুকদিয়া-শংকরপাশার মাঝা-মাঝি এলাকায় ফরিদপুর থেকে ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাস এবং ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, এই সময় ঘটনাস্থলেই বাসের হেলপার সাজ্জাদ মারা যান। ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।