চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ও ফেনসিডিল জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা দূর্লভপুর থেকে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ১৬টি মোবাইল ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এগুলো জব্দ করে।

জব্দকৃত মোবাইল ও ফেনসিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।