রাজশাহীতে চাকরিতে পুনর্বহাল এবং কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা, পিলখানায় তারা বিডিআর বিদ্রোহে জড়িত ছিলেন না এবং কোনো সেনা সদস্য হত্যার সঙ্গে সম্পৃক্ত নন। তারা দাবি করেন, ভারতীয় সৈন্যরা অনুপ্রবেশ করে ওই হত্যাকাণ্ড চালায়, যা পরবর্তীতে বিডিআর সদস্যদের ওপর দোষ চাপানো হয়। এ অভিযোগে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বক্তারা আরও বলেন, চাকরি হারিয়ে তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। তাদের অনেকে কারাগারে দীর্ঘ মেয়াদে শাস্তি ভোগ করেছেন এবং এখনও অনেকে কারাগারে বন্দি রয়েছেন। তারা অবিলম্বে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং বিজিবিতে পুনর্বহালের দাবি জানান। দাবি পূরণ না হলে তারা আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন।
বক্তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের সহানুভূতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোরশেদ আলম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচ্যুত নায়েক সুবেদার আব্দুল মতিন, মো. মোস্তফা, চাকরিচ্যুত হাবিলদার আব্দুল খালেক এবং চাকরিচ্যুত নায়েক তৌহিদুল ইসলাম প্রমুখ।