দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র আনন্দ মোহন কলেজ, আহত ১০
ময়মনসিংহে দুই দল শিক্ষার্থীর সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস। এতে আহত হয়েজে প্রায় ১০ জন।
রোববার (১২ জানুয়ারি) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এখনো চলছে থেমে থেমে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা। দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহতরা হলেন- মেহেদী হাসান শিমুল, আল আমিনসহ অজ্ঞাত প্রায় ১০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে আহত সবার নাম জানা সম্ভব হয়নি।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের ছেলেরা আগে থেকেই হলে ছিল। এখন তারা আবারও হলে থাকার জন্য অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর স্বশস্ত্র হামলা করেছে। এতে আমাদের অনেক ছেলে আহত হয়েছে।
তবে হলের শিক্ষার্থীদের দাবি, আমাদের হলে ছাত্রলীগের পদধারী কেউ নেই। আমরা সবাই শিক্ষার্থী।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
এই বিষয়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।