থানা-পুলিশকে শুধুই আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রেখে মামলা তদন্তের জন্য আলাদা সংস্থা গঠনের প্রস্তাব করা হচ্ছে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে।
তিন মাস অংশীজনদের মতামত সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে পুলিশ সংস্কার কমিশন। কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, পুলিশ, সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে।
কমিশনের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ কমিশন করা হলে পুলিশ সদর দপ্তর বাতিল হয়ে যাবে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা দুটিই রাখতে চায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একই ধরনের কাজ করার জন্য দুটি প্রতিষ্ঠান রাখা যাবে না বলে আলোচনা হয়েছে।
সূত্র জানায়, কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে থাকছে ফৌজদারি মামলার তদন্ত থানা পুলিশকে দিয়ে না করিয়ে একটি আলাদা সংস্থা দিয়ে করানোর ব্যবস্থার বিষয়। থানা-পুলিশ শুধুই আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে আর তদন্তের জন্য গঠিত সংস্থার কাজ হবে শুধুই তদন্ত। এতে তদন্ত কর্মকর্তাকেই আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে না। ফলে তদন্তের গুণগত মান বাড়বে। পর্যাপ্ত সময় নিয়ে তদন্ত করায় বিচারপ্রার্থী পাবেন সুবিচার।