ফরিদপুরে ট্রাক চাপায় নারী নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফরিদপুর | 2025-01-15 10:22:44

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক চাপায় চম্পা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চম্পা বেগম বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মনু কাজীর স্ত্রী। তিনি ৫ ছেলে ও ১ মেয়ের জননী।

প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়ন বনমালীপুর গ্রামের কাওসার সরদারের (মেয়ের শশুরবাড়ী) বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় বনমালীপুর এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

নিহত চম্পা বেগমের ভাই পান্নু সরদার জানান, রাতে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক যানটি আটক করা সম্ভব হয়নি। শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর