ময়মনসিংহের ভালুকায় এ্যাডাম ষ্টাইল লিমিটেড কারখানায় গত অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করে শ্রমিকরা।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ওই বিক্ষোভ করে তারা।
শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ গত অক্টোবর ও নভেম্বরে বেতন না দেওয়ায় তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করে।
শ্রমিকরা জানান, এডামস ফ্যাশন নামে কারখানায় চারশতাধিক শ্রমিক কাজ করে। তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। আজ ১৫ জানুয়ারি তাদেরকে নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিলো কিন্তু ডিউটি শেষে তারা জানতে পারেন আজও বেতন দেওয়া হবে না। তাই প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করে পরে মহাসড়কে অবস্থান নেন।
শ্রমিকরা আর আরও জানান, এর আগেও কারখানা কর্তৃপক্ষ বেতন নিয়ে বেশ কয়েকবার তালবাহানা করেছে।
এতে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন শিল্প পুলিশ, মডেল থানার পুলিশ ও হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শক্তি প্রয়োগ করলে অবরোধ তুলে নিতে বাধ্য হয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান জানান, বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করি। এখন যান চলাচল স্বাভাবিক আছে।