ওয়াহিদ ম্যানশন পরিদর্শনে সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 19:30:27

রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টায় ওয়াহিদ ম্যানশন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তাঁরা আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ পরিদর্শনে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। এছাড়াও পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, তদন্ত প্রতিবেদন সাপেক্ষে অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এছাড়াও প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। তিনি বলেন, ‘এ ধরনের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।‘

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেমিক্যাল গোডাউন স্থানান্তরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। মেয়র চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।’

এ সম্পর্কিত আরও খবর