অর্থ আত্মসাতের মামলায় ব্র্যাক কর্মকর্তা গ্রেফতার

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-16 21:02:25

রাজশাহীর চারঘাটে সদস্যদের জমা টাকা আত্মসাতের অভিযোগে মতিউর হাসান নামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিউর হাসান চারঘাট শাখার ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত।

এর আগে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চারঘাট থানায় এরিয়া ম্যানেজার রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘মতিউর হাসান কয়েকশ’ সদস্য থেকে আদায়কৃত টাকা অফিসে জমা না করে আত্মসাত করার লক্ষ্যে নিজের কাছে রেখে দেন। বিষয়টি এরিয়া ম্যানেজার জানতে পেরে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।’

শনিবার (২৩) ফেব্রুয়ারি তাকে আদলাতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর