চকবাজারে অগ্নিকাণ্ড: কেমিক্যাল ব্যবসায়ীদের শাস্তি দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 15:28:46

 

চকবাজারের অবৈধভাবে যারা কেমিক্যাল ব্যবসা করছেন এবং যারা তাদের কাছে বাড়ি ভাড়া দিচ্ছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কলাবাগানে পবা’র কার্যালয়ে আয়োজিত ‘চকবাজার মর্মান্তিক ঘটনা: প্রতিক্রিয়া ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পবা’র চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে। আমরা বলতে চাই, ওয়াহেদ ম্যানশনের কেমিক্যালই আগুন ছড়ানোর প্রধান কারণ। যার ফলে এত প্রাণহানি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনায় সিটি করপোরেশন, রাজউক ও পরিবেশ অধিদফতরের তদারকি অভাব আছে। কারণ তারা নিয়ন্ত্রণকারী সংস্থা। যদি তারা ঠিক মতো তদারকি করতো তাহলে আবাসিক এলাকায় এই কেমিক্যাল ব্যবসা গড়ে উঠতো না। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, নীতিমালার আওতায় কেমিক্যাল গোডাউনগুলো দ্রুত স্থানান্তর করা হোক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মুহিবুর রহমান বলেন, ‘চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় একটা রাসায়নিক প্রভাব আছে। যদি সেটা না থাকতো তাহলে এই প্রাণহানির ঘটনা ঘটতো না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। কিন্তু সেই সিলিন্ডারের ধ্বংসাবশেষ কোথায় গেলো? এমনকি ফায়ার সার্ভিসও কোনো সিলিন্ডারের ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। এতে প্রমাণ হয়, অগ্নিকাণ্ডের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পবা’র সাধারণ সম্পাদক আবদুস সোবহানসহ সংগঠনটির অন্য সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর