ভালুকায় পাকিস্তানি মিলের দূষিত বর্জ্য বন্ধের দাবি

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম  | 2023-08-30 14:13:55

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের 'এক্সপেরিয়েন্স টেক্সটাইল' (পাকিস্তানি মিল) এর দূষিত বর্জ্যে ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ করেছে ভুক্তভোগী কয়েক‘শ কৃষক ও কৃষাণী।  একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানও করেছে তারা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ওই মিলের বর্জ্যের ও দূষিত রঙিন পানির কারণে এলাকার হাজার হাজার একর জমির ফসল বিনষ্ট হচ্ছে। তাই প্রশাসনকে দ্রুত এটি বন্ধ করতে হবে। টেক্সটাইল মিলের দূষিত বর্জ্য বন্ধের জন্য এক মাসের আল্টিমেটাম দিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষুব্ধ কৃষক-কৃষাণীরা।

এ সময় তারা ভালুকা-গফরগাঁও সড়ক অবরোধ করে উপজেলা পরিষদ ঘেরাও করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে ঘেরাও কর্মসূচি স্থগিত করে। এরপর একই দাবিতে ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন কৃষকরা।

এ সম্পর্কিত আরও খবর