ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঢাকা (সাভার), বার্তা২৪.কম | 2023-09-01 10:59:44

ঢাকার অদূরে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা সাতটি ককটেল ও সাতটি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জশিম উদ্দিনের তিনতলা মার্কেটের ছাদ থেকে বোমা সদৃশ বস্তুগুলো পুলিশের সহযোগিতায় উদ্ধার করে ধামরাই ফায়ার সার্ভিস।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহেব আলী বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ধামরাইয়ের কালামপুর এলাকার একটি মার্কেটের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি
ককটেল এবং কাঁচের বোতলের ওপর দড়ি লাগানো সাতটি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এসব বোমা সদৃশ বস্তুগুলো বর্তমানে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।’

ধামরাই থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘উদ্ধারকৃত ককটেল এবং পেট্রোল বোমা সদৃশ বস্তগুলো সম্পর্কে এখনো নিশ্চিত হইনি। আমরা আগামীকাল (শুক্রবার) কোর্ট অনুমোদন সাপেক্ষে বোম ডিসপোজাল ইউনিট এসে এটি পরিক্ষা করবে। তারা আসার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

এ সম্পর্কিত আরও খবর