দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কাদেরকে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 16:12:19

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

সোমবার (৪ মার্চ) বিএসএমএমইউ’র ডা. মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘যত দ্রুত সম্ভব শিফট করব। এটা নির্ভর করবে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিমের ওপর। এক ঘণ্টর মধ্যে শিফট করা হবে।’ 

উপাচার্য বলেন, ‘শেঠি বলেছেন, এই মুহূর্তে শিফট করা সম্ভব। এটা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সক্ষম সাপেক্ষ যত দ্রুত সম্ভব শিফট করছি।’

তিনি আরও বলেন, ‘সমস্ত কিছু পর্যালোচনা করেছে ডা. দেবী শেঠি। দেখার পর তিনি বলেছেন, হোয়াট এভার ডান ইউর মেডিকেল টিম, এক্সিলেন্টস। এ সময় কাদেরের সহধর্মিনীকে শেঠি বলেছেন, ইউ আর লাকি, ইউরোপ আমেরিকায়ও এরকম চিকিৎসা হয়।’

মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা.সৈয়দ আলী আহসান বলেন, ‘কাদেরের শারীরিক অবস্থা স্টাবল। সকাল ৯ টা থেকে উনার অবস্থা স্থিতিশীল রয়েছে। উনার রক্তের চাপ ১১০ থেকে ৭০ পর্যন্ত। মাঝে মাঝে রক্তের চাপ ১২০-৩০ পর্যন্ত হয় আবার স্বাভাবিক হয়ে যায়। উনার যে শারীরিক অসুবিধাগুলো হচ্ছিল সেগুলো ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে আসছে।’

তিনি আরও বলেন, ‘উনি খুব হাই সুগার নিয়ে এসেছিলেন। এখন তাও ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। উনি খুব নড়াচড়া করছেন এবং ভেন্টিলেশন খুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এতে বুঝা যায় উনি ভাল আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে উনার এই কষ্টটাকে লাগব দিচ্ছি। সব কিছু নিয়ে এখন বলা যায় উনার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং উন্নতির দিকে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিয়েশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক, প্রফেসর মেশকাত চৌধুরী, অ্যানেস্থেশিয়ার প্রফেসর দেবব্রত ভৌমিক, প্রফেসর আক্তার, কার্ডিও সার্জারির ডা. বুলবুল, প্রফেসার ওহিদ বর্মণ অধিকারী।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখতে দুপুর দেড়টায় বিএসএমএমইউ'তে আসেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উল্লেখ্য, রোববার (৩ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যা পৌনে ৬টায় ব্রিফিংয়ে বিএসএমএমইউ-এর কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আলী আহসান ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থার কথা জানান। পরে রাত ৮ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চার সদস্যদের বিশেষজ্ঞ চিকিৎসক দল বিএসএমএমইউ হাসপাতালে আসেন। পরবর্তীতে সোমবার সকালে আবারও কাদেরের শারীরিক পর্যবেক্ষণে বিএসএমএমইউ’তে আসেন বিশেষজ্ঞ দলটি।  

এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে রোববার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া কাদেরকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুন

বিএসএমএমইউতে পৌঁছেছেন দেবী শেঠি

কাদেরের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে: হানিফ

ইশারায় পানি খেতে চেয়েছেন কাদের

কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

বিএসএমএমইউ'র সামনে নিরাপত্তা জোরদার

এ সম্পর্কিত আরও খবর