শ্যামলীতে ৪ ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 23:33:39

রাজধানীর শ্যামলীতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে চারটি ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) শ্যামলীতে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, বিসমিল্লাহ ফার্মেসিকে ১০ হাজার টাকা, পপুলার হোটেলকে ১৫ হাজার টাকা, ট্রমা সেন্টার ফার্মেসিকে ১০ হাজার টাকাসহ আরও একটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদফতরের ‍উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়া ভোক্তা অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও এপিবিএন-১১ এর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, `রাজধানীর শ্যামলীতে বিভিন্ন ফার্মেসিতে ও হোটেলে অভিযান চালানো হয়। এ সময় চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর